Published On:Saturday, 11 October 2014
Posted by Celebrate Life Style information Blog
বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক-এ কঠিন চীবর দানোৎসব ১২ অক্টোবর
বৌদ্ধদের অদ্বিতীয় শ্রেষ্ঠ দান পবিত্র দানোত্তম শুভ কঠিন
চীবর দান,দানের এর ধারাবাহিকতায় আগামী ১২ অক্টোবর ২০১৪ ইং,রোজ রবিবার উত্তর আমেরিকায়
নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক-এ উদ্যাপিত হতে যাচ্ছে
দানশ্রেঠ শুভ কঠিন চীবর দান। সারাদিন ব্যাপী পূণ্যানুষ্ঠানে প্রথম পর্বে ভোর ৬ টায়
জাতীয় ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন,বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ,বুদ্ধ-পূজা,উৎসর্গ,অষ্টপরিস্কারসহ
সংঘদান,ভিক্ষুসংঘকে পিন্ডদান ও অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় পর্বে শিশু-কিশোরদের পরিবেশনায় মহামঙ্গল সূত্রপাঠের
মধ্যে দিয়ে কঠিন চীবর পরিক্রমা ও তাৎপর্য সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করবেন বুদ্ধ
গুনে নন্দিত ভিক্ষুগণ। এহেন ধর্মানুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন বাংলাদেশ বৌদ্ধ
বিহার অব নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা ভদন্ত সুমনতিষ্য মহাথের,প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন নিউইর্য়ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থের,প্রধান
সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুমনপাল
থের এবং বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড,শ্রীলংকা ও বার্মার পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ
প্রমুখ।
বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক-এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন
থের এই মঙ্গলময় পূণ্যানুষ্ঠানে উপস্থিত থেকে পূন্যাংশের ভাগিদার হতে শ্রদ্ধাবান ধর্মপিপাসু
উপাসক-উপাসিকার প্রতি মৈত্রিময় আহ্বান জানিয়েছেন।- নির্বাণা।