কুয়েতে প্রবারণা উদযাপন করেছে বাংলাদেশী বৌদ্ধরা
"বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত" -এর উদ্যোগে গতকাল ১০ অক্টোবর ২০১৪ শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুইপর্বের অনুষ্ঠানের সকাল বেলায় সমিতির সহ সভাপতি প্রিয়তোষ বড়ুয়ার বাসায় বুদ্ধ পূজা, সীবলী পূজা ও সমাবেত প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির প্রধান উপদেষ্টা মৃণাল বড়ুয়া। প্রার্থনা শেষে চানৈক্য বড়ুয়ার নেতৃত্বে বৌদ্ধ কীর্ত্তন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া ও সহ সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। সমিতির বর্তমান সভাপতি উত্তম বড়ুয়া উনার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধন্যবাদ এবং মৈত্রীময় শুভেচ্ছা জানান।