Published On:Saturday, 11 October 2014
Posted by Celebrate Life Style information Blog
কুয়েতে প্রবারণা উদযাপন করেছে বাংলাদেশী বৌদ্ধরা
"বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত" -এর উদ্যোগে গতকাল ১০ অক্টোবর ২০১৪ শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুইপর্বের অনুষ্ঠানের সকাল বেলায় সমিতির সহ সভাপতি প্রিয়তোষ বড়ুয়ার বাসায় বুদ্ধ পূজা, সীবলী পূজা ও সমাবেত প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির প্রধান উপদেষ্টা মৃণাল বড়ুয়া। প্রার্থনা শেষে চানৈক্য বড়ুয়ার নেতৃত্বে বৌদ্ধ কীর্ত্তন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া ও সহ সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। সমিতির বর্তমান সভাপতি উত্তম বড়ুয়া উনার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধন্যবাদ এবং মৈত্রীময় শুভেচ্ছা জানান।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান কুয়েতের রাজধানী কুয়েত সিটির নিউ
রাজধানী হোটেলে সমিতির সভাপতি উত্তম বড়ুয়ার সভাপতিত্বে এবং সহ প্রচার সম্পাদক তমাল
কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিকাল ৫ টায় কোষাধ্যক্ষ সুব্রত বড়ুয়া কর্তৃক মঙ্গলাচরণ পাঠের
মধ্য দিয়ে শুরু হয়। পঞ্চশীল প্রার্থনা ও পূন্য উৎসর্গ করেন ধর্মীয় সম্পাদক চন্দন বড়ুয়া।
উদ্ভোধনী ভাষণ প্রদান করেন সহ সভাপতি দুলাল বড়ুয়া এবং সাগত ভাষণ প্রদান করেন সাধারণ
সম্পাদক উৎপল বড়ুয়া। অতিথিদের মধ্যে তাপস কান্তি বড়ুয়া, প্রকৌশলী ধর্মপ্রিয় বড়ুয়া,
সাবেক প্রধান উপদেষ্টা দেবপূর্ণ বড়ুয়া এবং বতর্মান প্রধান উপদেষ্টা মৃনাল বড়ুয়া বক্তৃতা
প্রদান করেন।
অনুষ্ঠানে পবন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া(তিসরী), বাবু বিনয় বড়ুয়া,
রুবেল বড়ুয়া, সুজিত বড়ুয়া (রিজু), সন্তোষ বড়ুয়া, অশোক বড়ুুয়া, প্রিয়তোষ বড়ুয়া প্রমূখও
বক্তব্য প্রদান করেন। সভাপতি সভার সমাপনী বক্তব্যে উপিস্থিত সবাইকে ধন্যবাদ সহ প্রবারনা
পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে এক প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।-ধম্মইনফো।