আন্তর্জাতিক বৌদ্ধ নেতা দালাইলামা’র আশির্বাদ প্রাপ্ত বাংলাদেশী ভিক্ষু ভদন্ত মুদিতারত্ন
তথ্য সহায়তায় লিখেছেন:- ইলা মুৎসুদ্দী
লোকে লোকারণ্য কিন্তু পিনপতন নিরবতা সভামন্ডপ। শ্রদ্ধেয় দালাইলামা মেডিটেশনের উপর দেশনা করে সবাইকে আবেগাপ্লুত করেন। দেশনা শেষ করার পর দাঁড়িয়ে চারিদিকে শ্রোতাদের দিকে তাকাতেই হঠাৎ করে দালাইলামার দৃষ্টি নিবদ্ধ হয় ভদন্ত মুদিতারত্ন ভিক্ষুর প্রতি। শ্রদ্ধেয় দালাইলামা হাজার হাজার লোক ভর্তি দর্শক গ্যালারী থেকে শুধুমাত্র ভদন্ত মুদিতারত্ন ভিক্ষুকে কাছে ডেকে নিয়ে কুশলাদি বিনিময় করেন এবং হাত স্পর্শ করে নিরোগ, দীর্ঘায়ু ও জ্ঞানী ভান্তে হওয়ার জন্য আশির্বাদ করেন।

"আন্তর্জাতিক বৌদ্ধ নেতা দালাইলামা’র আশির্বাদ প্রাপ্ত বাংলাদেশী ভিক্ষু ভদন্ত মুদিতারত্ন " sune onek valo lagse.