Published On:Saturday, 25 October 2014
Posted by Celebrate Life Style information Blog
ডঃ শরণপাল থের “ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সামিট” কানাডা প্রতিনিধি নির্বাচিত
-ভান্তে ধর্মালঙ্কার: বাঙ্গালি বৌদ্ধ ভিক্ষু ডঃ শরণপাল থের “ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সামিট” কানাডা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
কানাডা প্রতিনিধি হয়ে আগামী ৮ – ১৩ ডিসেম্বর জাপানে অনুষ্ঠিত ষষ্ঠ
ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সামিট এ ৫ সদস্যের কানাডা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এবারের
বুদ্ধিস্ট সামিট এ বিশ্বের ৪০ টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহন করবেন। ডঃ ভান্তে “How to contribute to world peace and serenity for humanity
through Buddhism” বিষয়ের উপর আলোচনায় অংশ নেবেন।
ডঃ ভান্তে রাঙ্গুনিয়া থানার মধ্যম পোমরা গ্রামে জন্ম গ্রহণ
করেন। শ্রীলংকার কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারাগামা ভিক্ষু ট্রেনিং সেন্টার থেকে বৌদ্ধ
শাস্ত্রে পান্ডিতা ডিগ্রী অর্জন সহ তথায় খ্যাতি লাভ করে বাংলাদেশের বৌদ্ধদের সম্মান
বৃদ্ধি করেছিলেন। অতঃপর উচ্চ শিক্ষা ও ধর্ম প্রচার মানসে কানাডায় এসে হামিল্টন কেনেডাস্থ
টরোন্টো বিশ্ববিদ্যালয় এবং ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর সহ
পি এইচ ডি ডিগ্রি লাভের পাশাপাশি কানাডিয়ান ও বিভিন্ন দেশের মানুষদের বিদর্শন শিক্ষা
দিয়ে চলেছেন। ধর্ম স্কুলের মাধ্যমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র/ছাত্রী
সহ সকল বয়সের মানুষদের নিয়মিত ধর্মীয় শিক্ষা প্রদান করে যাচ্ছেন। বর্তমানে ডঃ ভান্তে
টরোন্টো বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মীয় শিক্ষাগুরু হিসেবে নিয়োজিত রয়েছেন। ডঃ ভান্তে
কানাডার অন্টারিও অঙ্গরাজ্য সরকার কতৃক Spirit Awardও লাভ করেন।