Published On:Thursday, 23 October 2014
Posted by Celebrate Life Style information Blog
শ্রীলঙ্কা সেনা প্রধানের রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন
দুলাল বড়ুয়া:: কক্সবাজারের রামু উপজেলার বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও দেশের সর্ববৃহৎ (১শ’ ফুট) সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেছেন শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর এম ডি রাতনায়েকে।
২২ অক্টোবর (বুধবার) সকাল ৯টা ২০মিনিটে তাঁকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি রামু রাবার বাগান হেলিপ্যাডে অবতরণ করে। পরে উপজেলার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও তথায় নির্মিত গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন আর এম ডি রাতনায়েকে।
২২ অক্টোবর (বুধবার) সকাল ৯টা ২০মিনিটে তাঁকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি রামু রাবার বাগান হেলিপ্যাডে অবতরণ করে। পরে উপজেলার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও তথায় নির্মিত গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন আর এম ডি রাতনায়েকে।
এ
সময় উপস্থিত ছিলেন- ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল ছাব্বির আহম্মেদ,
ফাঁসিয়াখালী ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন মোহাম্মদ চৌধুরী
পিএসসি, ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল আল-কবির খোকন প্রমূখ।
এ
সময় শ্রীলঙ্কার সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক কুশল
বিনিময় ও পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।
শান্ত-সৌম্য
ও পবিত্র গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনের পর ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ
ভদন্ত শ্রীমৎ করুণাশ্রী থের’র সঙ্গে কুশল বিনিময় করেন শ্রীলঙ্কার সেনা প্রধান।
এর আগে তিনি স্বপরিবারে উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছুলে তাঁদের
ফুলেল শুভেচ্ছা জানান- ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া। সংক্ষিপ্ত সফর
শেষে ১০টা ২০মিনিটের দিকে হেলিকপ্টারে যোগে তিনি রামু ত্যাগ করেন । -অতীশ দীপঙ্কর।