Published On:Tuesday, 14 October 2014
Posted by Celebrate Life Style information Blog
দক্ষতা ও নিষ্ঠায় এসআই রিপন বড়ুয়া পেলেন বেস্ট অফিসার পুরষ্কার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ সভায় দক্ষতা ও নিষ্ঠার জন্যপুরষ্কৃত হয়েছেন পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) রিপন বড়ুয়া।
চলতি বছর সেপ্টেম্বর-২০১৪ বেস্ট অফিসার হিসেবে ৬ জন উপ-পরিদর্শক, ৪ জন সহকারী উপ-পরিদর্শক এবং ২ জন ট্রাফিক সার্জেন্ট এই পুরস্কার লাভ করেন। সোমবার সকাল ১১টার দিকে সিএমপির সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগস্ট মাসে ১১ জন এই পুরস্কার লাভ করেছিলেন।
পুরস্কারপ্রাপ্ত ১২ জনের মধ্যে রয়েছেন একমাত্র বৌদ্ধ মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রিপন বড়ুয়া। তিনি বেস্ট অফিসার পুরষ্কার লাভ করেছেন।
- বিস্তারিত পড়ুন: http://dhammainfo.com/news/bangladesh/1804#sthash.OosG9MHj.dpuf
চলতি বছর সেপ্টেম্বর-২০১৪ বেস্ট অফিসার হিসেবে ৬ জন উপ-পরিদর্শক, ৪ জন সহকারী উপ-পরিদর্শক এবং ২ জন ট্রাফিক সার্জেন্ট এই পুরস্কার লাভ করেন। সোমবার সকাল ১১টার দিকে সিএমপির সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগস্ট মাসে ১১ জন এই পুরস্কার লাভ করেছিলেন।
পুরস্কারপ্রাপ্ত ১২ জনের মধ্যে রয়েছেন একমাত্র বৌদ্ধ মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রিপন বড়ুয়া। তিনি বেস্ট অফিসার পুরষ্কার লাভ করেছেন।
- বিস্তারিত পড়ুন: http://dhammainfo.com/news/bangladesh/1804#sthash.OosG9MHj.dpuf