পটিয়ার বেলখাইনে ভূমি-সম্পত্তি জবরদখলের চেষ্টাঃ অসহায় এক বৌদ্ধ পরিবার
ধম্মইনফো সূত্রে জানা যায়, উক্ত সম্পত্তি স্থানীয় তিনজন ইউপি সদস্যের সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যানের কাছ থেকে ভুয়া ওয়ারিশান সনদ নিয়ে নামজারী খতিয়ান সৃজন করে। এ ব্যাপারে নিরঞ্জন বড়ুয়া কিছুদিন আগে সহকারী কমিশনার ভূমি পটিয়া অফিসে গেলে জানতে পারেন তার দখলীয় সম্পত্তি প্রতিপক্ষ অনিল চৌধুরী গং মিথ্যা ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে ৬ আগস্ট, ৩ জুলাই এবং ৩ আগস্ট নামজারী জমাভাগ মামলা মূলে ৯৫৮ এবং ৯৫৭নং নামজারী জমাভাগ খতিয়ান সৃজন করে।
- বিস্তারিত দেখুন: http://dhammainfo.com/news/bangladesh/1805#sthash.r7SrIbxG.dpuf