Published On:Monday, 3 November 2014
Posted by Unknown
রক্তদান, চীবর বুননসহ দুইদিন ব্যাপী অনুষ্টান মালায় করইয়ানগরে কঠিন চীবর দান উদযাপিত
গত ২৯ ও ৩০ অক্টোবর রক্তদান, চীবর বুননসহ দুইদিন ব্যাপী অনুষ্টান মালায় সাতকানিয়া থানাধীন করইয়ানগর সদ্ধর্মেোদয় বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। ২৯ অক্টোবর পঞ্চশীল প্রদানের মাধ্যমে চীবর বুনন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন শ্মশানভূমি ধ্যানচর্চা কেন্দ্র, করইয়ানগর এর প্রতিষ্ঠাতা সংঘপ্রধান ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় থের। চীবর বুননে অংশ নেয় রাঙামাটি থেকে আগত গোলাপী বেইন শিল্পী গোষ্ঠী। সারা রাত ব্যাপী তারা চীবর বুনন করেন। সকালে ভিক্ষুসংঘের পিন্ডাচারণের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচীর সূচনা হয়। “সন্ধানী” চট্টগ্রাম এর সহায়তায় সকাল ৯টা থেকে শুরু হয় দান উপপারমী পূর্ণতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। করইয়ানগর গ্রামে প্রথমবারের মত আয়োজিত রক্তদান কর্মসূচীতে অনেকেই উৎসাহের সাথে অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয় গ্রামে জন্মজাত মনীষীদের স্মরণে সংঘদান অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন ভদন্ত বিজয়ানন্দ মহাথের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত আনন্দপ্রিয় ভিক্ষু।
দ্বিতীয় পর্ব সদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন ভদন্ত এস, ধর্মরত্ন থের। প্রধান অতিথি ছিলেন ভদন্ত প্রজ্ঞাসার মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় থের। আলোচনায় অংশ নেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত ধর্মতিলক ভিক্ষু ও বুদ্ধপাল থের। সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।