Headlines
Published On:Friday 10 October 2014
Posted by Celebrate Life Style information Blog

পবিত্র দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সংক্ষিপ্ত সংবাদ

পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব। ছবি: ধম্মইনফো।
পবিত্র প্রবারণা তিথির পর দিন ৮ অক্টোবর থেকে দেশের বিভিন্ন বিহারে নির্ধারিত দিনে দানোত্তম শুভ কঠিন চীরব দানোৎসব সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে।
রাউজান জ্ঞানানন্দ বিহারঃ
গত ৮ অক্টোবর চিরাচরিত নিমানুসারে রাউজান জ্ঞাননানন্দ বৌদ্ধ বিহারে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যম যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সর্দ্ধমরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের এত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।
প্রধান ধর্মদেশক হিসাবে ধর্ম দেশনা করেন তোগী রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত জীবনানন্দ মহাথের।
এছাড়া অনুষ্ঠানে ভদন্ত বজিরানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ থের, ড. প্রিয়দর্শী থের, ভদন্ত জ্ঞানবংশ থের, ভদন্ত করুণাশ্রী থের, ভদন্ত দেবশ্রী থের, ভদন্ত তনহংকর ভিক্ষু প্রমুখ দেশনা করেন।
ইছমতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সঃ
গত ৮ অক্টোবর, বুদ্ধবার রাঙ্গুনিয়া ইছামতি ধাতুচৈত্য বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত অজিতানন্দ মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজানগর রাজ বিহারের অধ্যক্ষ রাজগুরু ভদন্ত ইন্দাচারা মহাস্থবির।
অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক ছিলেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলজ্যোতি মহাস্থবির ও লেখক, কথা সহিত্যিক একুশ পদক প্রাপ্ত বিপ্রদাশ বড়ুয়াকে সংবর্ধনা দেয়া হয়।
পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারঃ
গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের'র সভাপতিত্বে মহতি দানানুষ্ঠানে প্রধান ধর্ম দেশক হিসাবে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সর্দ্ধমরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের।
সভাপতির বক্তব্যে ভদন্ত শুদ্ধানন্দ মহাথের মহান ভিক্ষুদের যুগে যুগে ত্যাগময় জীবনের স্মরণ করে বর্তমান বৌদ্ধ সমাজকে ঐক্য বদ্ধ হয়ে বৌদ্ধ সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্টি প্রচার সংঘের  অর্থ সচিব প্রমথ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা বিহাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রনব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মি. রনজিত বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সুনিল কান্তি বড়ুয়া, ডি. কে বড়ুয়া, অধ্যক্ষ দীপক তালুকদার প্রমুখ।
সদ্ধর্মদেশনায় অংশগ্রহণ করেন ভদন্ত জ্ঞানবংশ থের ও ভদন্ত করুণাশ্রী থের। উদ্ভোধনী ও স্বাগত বক্তব্যে যথাক্রমে  পরমানন্দ মহাথের ও বিহার উন্নয়ন কমিটির সম্পাদক বিমান বড়ুয়া মুন্না বিহার উন্নয়নে বিভিন্ন ভবিষ্যত পরিকল্পনা ও সম্পাদিত কাজের বিবরণ তুলে ধরেন।
পাথরঘাটা-আছাদগঞ্জ জেতবন শান্তিকুঞ্জ বুদ্ধ বিহারঃ
গত ৯ অক্টোবর , ২০১৪ইং, বৃহস্পতিবার পাথরঘাটা-আছাদগঞ্জ জেতবন শান্তিকুঞ্জ বুদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
দানোৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড.ধর্মসেন মহাথের। চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ভদন্ত জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার-ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, ভদন্ত শাসনানন্দ মহাথের, অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের, বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যশ্রী মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের, ভদন্ত আর্যপ্রিয় মহাথের, ভদন্ত উদয়শ্রী থের,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল মনছুর, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালি।

About the Author

Posted by Celebrate Life Style information Blog on 04:08. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Celebrate Life Style information Blog on 04:08. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "পবিত্র দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সংক্ষিপ্ত সংবাদ"

Leave a reply

Write here you comment

Most Popular Posts

E Paper for Buddhist News and Articles