Published On:Saturday, 25 October 2014
Posted by Celebrate Life Style information Blog
নিকায় দ্বন্ধ সমাধানে আলোচনার ডাক দিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া
দুই
নিকায়গত বিষয় নিয়ে সৃষ্ঠ দন্দের সমাধানের জন্য আলোচনার ডাক দিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি
প্রচার সংঘের যুগ্ন মহাসচিব, আন্তজাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বৌদ্ধনেতা ও শান্তি
পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। গত ২৪ অক্টোবর চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয়
বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি এ
আলোচনার ডাক দেন। -খবর; ধম্মইনফো।
আলোচনার
রূপরেখা হিসাবে তিনি বলেন, দুই ভিক্ষু মহাসভার প্রথম পর্যায়ে মহাসচিব পর্যায়,দ্বিতীয়
সভাপতি পর্যায়ে ও তৃতীয় সংঘনায়ক ও সংঘরাজ মহোদয় পর্যায়ে আলোচনা আহবানের জন্য জরুরী
পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার উদাত্ত আহবান জানান।
ভিক্ষু
ও গৃহী নিয়ে বৌদ্ধ ধর্ম। তিনি আরো জানান লোভ,দ্বেষ, মোহ বেড়াজালে আমরা ঘূর্ণায়মান।
সে কারণে আজ সমাজে দেখা দিয়েছে খুন, রাহাজানি,স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া বিবেদ, নারীরা
হচ্ছে বখাটের উৎপাদে নিপীড়িত,নির্যাতিত। যদি সমাজে শিক্ষা বিস্তার লাভ না করে তাহলে
বৌদ্ধ সমাজ বড়ই ক্ষতিসাধিত হবে। বৌদ্ধ ঐতিহ্য রক্ষায় প্রজ্ঞার অনুশীলন বিকল্প নাই।