Headlines
Published On:Sunday, 12 October 2014
Posted by Celebrate Life Style information Blog

ভারতে সাম্প্রতিক বন্যায় ধ্বংস হয়ে গেছে প্রাচীনতম বৌদ্ধ পান্ডুলিপি

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের শ্রী প্রতাপ সিং জাদুঘরে সংরক্ষিতত বৌদ্ধদের সর্বপ্রাচীন পান্ডুলিপি প্রবল বন্যায় ধ্বংস হয়ে গেছে। চলমান ব্যাপক বন্যায় সেখানে সংরক্ষিত এই পান্ডুলিপির প্রায় ৯০ শতাংশই নষ্ট হয়ে গেছে যা আর কোনভাবেই উদ্ধার করার সম্ভব নয় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ থেকে প্রচারিত অনলাইন বৌদ্ধ তথ্য মাধ্যম ধম্মইনফো।
তবে প্রকাশিত প্রতিবেদনর তথ্য সূত্র উল্লেখ করা হয় নি। প্রতিবেদনে আরো বলা হয়, যে সমস্ত পান্ডুলিপি সেখানে ছিল সেগুলোর বেশ কিছু ৬ষ্ঠ শতাব্দীতে এবং কিছু ৫ম শতাব্দীতে লিখিত বলে জাদুঘর ও ঐতিহাসিকেরা ধারনা করেন। অখন্ড ভারতবর্ষের অধীনে থাকা গিলজিত (বর্তমান পাকিস্তানের অন্তর্ভূক্ত) এলাকায় ওইসময় এই সুপ্রাচীন বৌদ্ধ পান্ডুলিপিসমূহ খুঁজে পাওয়া গিয়েছিল। বিস্তারিত দেখুন:-
 http://dhammainfo.com/news/world/1799#sthash.r0jYbqmw.dpuf

About the Author

Posted by Celebrate Life Style information Blog on 22:15. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Celebrate Life Style information Blog on 22:15. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ভারতে সাম্প্রতিক বন্যায় ধ্বংস হয়ে গেছে প্রাচীনতম বৌদ্ধ পান্ডুলিপি "

Leave a reply

Write here you comment

Most Popular Posts

E Paper for Buddhist News and Articles